
মোঃ হারুন-উর-রশীদ ফুলবাড়ী : ১২ আগস্ট মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের যুব উন্নয়ন অফিসের উদ্যোগে একটি যুব র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে যুব দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা জামাতের আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান এনসিপির নেতা মোঃ ইমরান চৌধুরী নিশাত, মোঃ জাকির আহাম্মেদ সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন সাংবাদিক মোঃ জাহাঙ্গীর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত যুবকও যুবতীদের মাঝে ঋণ এর চেক, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: